MyMandir hindu calendar, festivals date time

mymandir hindu festivals, hindu panchang and muhurat, online hindu calendar and bengali calendar.

Thursday, November 30, 2017

২০২০ জগদ্ধাত্রী পূজা তারিখ এবং দিন, ২০২০ বাংলা ক্যালেন্ডার

২০২০ জগদ্ধাত্রী পূজা তারিখ এবং দিন, ২০২০ বাংলা ক্যালেন্ডার অনুসারে জগদ্ধাত্রী পূজা কখন হবে জেনে নিন। ২০২০ জগদ্ধাত্রী পূজা ক্যালেন্ডার। ২০২০ বাংলা উৎসবের তারিখ ও দিন।  

এই বছরের জগদ্ধাত্রী পূজার তারিখ ও দিন :
২৩ নভেম্বর ২০২০
সোমবার 
জগদ্ধাত্রী পূজা হিন্দু বাঙালিদের একটি বার্ষিক  উৎসব। প্রতি বছর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজা পালিত হয়। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে ও হুগলী জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পূজা জগদ্বিখ্যাত। দেবী জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর রূপ। নদীয়া জেলার কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পূজা প্রচলন করেন। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা নানাধরণের আলোকসজ্জায় সজ্জিত করা হয়। বহু মানুষ আলোর কারুকার্য দেখতে আসেন।