২০২১ ভাই ফোঁটা তারিখ এবং দিন, ২০২১ বাংলা ক্যালেন্ডার অনুসারে ভাই ফোঁটা কখন হবে জেনে নিন। ২০২১ ভাই ফোঁটা ক্যালেন্ডার। ২০২১ বাংলা উৎসবের তারিখ ও দিন।
এই বছরের ভাই ফোঁটার তারিখ ও দিন :
৬ নভেম্বর ২০২১
শনিবার
ভাই ফোঁটা হল হিন্দু বাঙালিদের একটি বিশেষ উৎসব। এটি কার্তিক মাসে শুক্লপক্ষে অর্থাৎ কালী পূজার দুই দিন বাদ পালিত হয়। ভাই ফোঁটা ভ্রাতৃদ্বিতীয়া নামেও বিশেষ পরিচিত। এই দিনে বোনেরা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে একটি ছড়া বলে। অর্থাৎ বোনেরা ভাইদের দীর্ঘজীবন কামনা করে এবং ভাইরা বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। বোনেরা ভাইদের মিষ্টি খাওয়ায়। এই অনুষ্ঠানটি চলাকালীন শঙ্খ বাজানো হয়। ভাইরা বোনেদের উপহার দেয়। এটি একটি ঘরোয়া উৎসব। এইদিন প্রত্যকের বাড়িতে নানাধরনের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়।