২০২১ মকর সংক্রান্তি তারিখ এবং দিন, ২০২১ বাংলা ক্যালেন্ডার অনুসারে মকর সংক্রান্তি কখন হবে জেনে নিন। ২০২১ মকর সংক্রান্তি উৎসব ক্যালেন্ডার। ২০২১ বাংলা উৎসবের তারিখ ও দিন।
এই বছরের মকর সংক্রান্তির তারিখ ও দিন :
১৫ জানুয়ারী ২০২১
বৃহস্পতিবার
মকর সংক্রান্তি' হিন্দুদের একটি বিখ্যাত উৎসব। এই উৎসবটি বাঙালীদের খুব জনপ্রিয় উৎসব। মকর সংক্রান্তি সাধারণত প্রতিবছর ১৪ ই জানুয়ারী হয়। এটি একটি ফসল উৎসব অর্থাৎ নতুন ফসল ওঠার অনন্দে এই উৎসব অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তি আবার পৌষ সংক্রান্তি নামেও বিশেষ পরিচিত। এই দিন সকলে নদীতে স্নান করেন। প্রত্যেকের বাড়িতে গুড় দিয়ে তিল নাড়ু এবং বিভিন্ন ধরনের পিঠে বানানো হয়। এই উইসব তিনদিন ধরে পালিত হয়। ক্ষেতের প্রথম পাকা ধান উঠায় প্রত্যকের বাড়িতে লক্ষ্মী পুজা হয়। এই উৎসব উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা আয়োজিত হয়।