২০২৩ কালী পূজা তারিখ এবং দিন, ২০২৩ বাংলা ক্যালেন্ডার অনুসারে কালী পূজা কখন হবে জেনে নিন। ২০২৩ কালী পূজা ক্যালেন্ডার। ২০২৩ বাংলা উৎসবের তারিখ ও দিন।
এই বছরের কালী পূজার তারিখ ও দিন :
১২ নভেম্বর ২০২৩
রবিবার
কালী পূজা হিন্দু বাঙালিদের একটি বড় উৎসব। কালী পূজা শ্যামা পূজা নামেও বিশেষ পরিচিত। এটি দূর্গা পূজার পর কার্ত্তিক মাসে অমাবস্যা তিথিতে পালন করা হয়। কালী দেবী দুর্গার এক অন্য রুপ। কালী পূজা সারা রাত্রিব্যাপী হয়। কালীপূজা বাড়িতে, মণ্ডপে ও ক্লাবে প্রভৃতি জায়গায় মাটির মূর্তি বানিয়ে পূজা করা হয়। এইদিন প্রদীপ বা ইলেকট্রিক লাইট দিয়ে সকলে বাড়ি সুসজ্জিত করে তোলে। এছাড়া এইদিন সকলে আতসবাজি জ্বালিয়ে এই উৎসব পালন করে। সারা রাত্রিব্যাপী পূজা হওয়ার পর ভোরেতে খিচুড়ি ভোগ পরিবেশন করা হয়। এই উৎসবটি সকলের খুব প্রিয় উৎসব।