২০৩৩ গুরু পূর্ণিমা তারিখ এবং দিন, ২০৩৩ বাংলা ক্যালেন্ডার অনুসারে গুরু পূর্ণিমা কখন হবে জেনে নিন। ২০৩৩ গুরু পূর্ণিমা ক্যালেন্ডার। ২০৩৩ বাংলা উৎসবের তারিখ ও দিন।
এই বছরের গুরু পূর্ণিমার তারিখ ও দিন :
১২ জুলাই ২০৩৩
মঙ্গলবার
গুরু পূর্ণিমা হিন্দুদের একটি বিখ্যাত উৎসব। এই উৎসবটি পালিত হয় জুন বা জুলাই মাসের পূর্ণিমার দিন। এইদিনটি বিশেষত গুরু অর্থাৎ শিক্ষকদের, পিতামাতাদের শ্রদ্ধা জানাতে পালিত হয়। গুরু, শিক্ষক ও পিতামাতাকে সম্মানিত করা হয় এই বিশেষ দিনেতে। এছাড়াও এইদিন নানা ধরণের পূজা অর্চণা হয়। গুরু শব্দটির অর্থ হল অন্ধকার দূর করা। অর্থাৎ গুরু তাঁর জ্ঞানের অলো দিয়ে আমাদের অন্ধকার দূর করে শিক্ষার আলোর দিকে নিয়ে যায়। তাই গুরু বা শিক্ষকের ও পিতামাতার উদ্দেশ্যে এই দিনটি আমাদের পালন করা হয়।