২০৩১ গঙ্গা পূজা তারিখ এবং দিন, ২০৩১ বাংলা ক্যালেন্ডার অনুসারে গঙ্গা পূজা কখন হবে জেনে নিন। ২০৩১ গঙ্গা পূজা ক্যালেন্ডার। ২০৩১ বাংলা উৎসবের তারিখ ও দিন।
এই বছরের গঙ্গা পূজার তারিখ ও দিন :
৩১ মে ২০৩১
শনিবার
গঙ্গা পূজা হল একটি ধর্মীয় উৎসব।এইদিন গঙ্গা নদীর পূজা করা হয়। গঙ্গা দেবীকে উৎসর্গ করে এই উৎসব পালিত হয়। বাঙালীদের এটি জনপ্রিয় উৎসব। এটি সাধারণত শুক্লা পক্ষে অর্থাৎ মে এবং জুন মাসে পালিত হয়। এইদিন সকলে গঙ্গা নদীতে স্নান করে নদীতে গঙ্গা দেবীকে উৎসর্গ করে পূজা করা হয়। সন্ধ্যার সময় আরতি করা হয়। নদীর ধারে বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা হয়। মহামারীর হাত থকে বাঁচার জন্য পবিত্র গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করা হয়।